কারিতাস বাংলাদেশ

Caritas Bangladesh

সর্বশেষ:

Latest news

পঠভূমি

বাংলাদেশ কাথলিক বিশপগণ কর্তৃক প্রতিষ্ঠিত কারিতাস বাংলাদেশ হচ্ছে একটি জাতীয় প্রতিষ্ঠান, যা সমন্বিত সমাজ কল্যাণ ও উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়ন করে। সাধারণ পরিষদ সংস্থার নীতিমালা প্রণয়ন করে এবং নির্বাহী পরিষদের তত্তাবধানে ও নির্বাহী পরিচালকের নেতৃত্বে অন্যান্য পরিচালকদের সহযোগিতা নিয়ে সংস্থার সার্বিক কর্মকান্ড পরিচালনা করা হয়।
কারিতাস ১৯৬৭ খ্রিষ্টাব্দে কারিতাস পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৭০ সালের নভেম্বর মাসে প্রলয়ংকরী ঘুর্ণিঝড় আঘাত হানার পর এ সংস্থা পূনগঠিত হয়ে খ্রিষ্টিয়ান অরগানাইজেশন ফর রিলিফ এ্যান্ড রিহ্যাবিলিটেশন অর্থাৎ কোর নামে কার্যক্রম শুরু করে এবং ১৯৭১ সালের ১৩ জানুয়ারী এটি একটি জাতীয় প্রতিষ্ঠানে পরিনত হয়। এ সংস্থাটি ১৯৭৬ সালে পুনরায় কারিতাস নাম ধারণ করে।

সাঙ্গঠনিক কাঠামো ও সংস্থার বর্তমান মানব সম্পদ (শুধুমাত্র সিলেট জেলা):

ক্র:ম উপজেলারনাম নিয়মিত অনিয়মিত স্বেচ্ছাসেবী সর্বমোট
পুরূষ মহিলা মোট পুরূষ মহিলা মোট পুরূষ মহিলা মোট  
০১ সিলেটসদর ২৭ ৩৩ ১১ ৪৭
০২ জৈন্তাপুর 0 0 0 0 0 0 0
০৩ গেয়্ইানঘাট 0 0 0 ১৩ ১৪ 0 0 0 ১৪
০৪ কানাইঘাট 0 0 0 0
  সর্বমোট ২৭ 6 ৩৩ ২৭ ৩১ ৭১