কারিতাস বাংলাদেশ

Caritas Bangladesh

সর্বশেষ:

Latest news

লক্ষ্য ও উদ্দেশ্য

লক্ষ ১ : সমাজ কল্যাণ ও কমিউনিটি উন্নয়ন
অতি দরিদ্র ও বিপন্ন জনগণের জীবনমান উন্নয়ন।
কৌশলগত উদ্দেশ্য:
১.১ অতিদরিদ্র ও বিপন্ন জনগণের কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও বাসস্থান ব্যবস্থার উন্নয়ন।
১.২ অতিদরিদ্র ও বিপন্ন জনগণের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ও মর্যাদা বৃদ্ধি করা।

লক্ষ ২ : মানসম্মত শিক্ষা
শিক্ষা অধিকার এবং একীভূত মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ।
কৌশলগত উদ্দেশ্য:
২.১ : সুযোগবঞ্চিত সমাজের শিশুদের অনুকূল শিখণ পরিবেশে শিক্ষা লাভের সহজ সুযোগ সৃষ্টি করা।
২.২ : মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনা জোরদার করা।
২.৩ : বৃত্তিমূলক ও কারিগরী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন।
২.৪ : নৈতিক ও মূল্যবোধ বিষয়ক শিক্ষার উন্নয়ন।

লক্ষ ৩ : স্বাস্থ্য সেবা এবং শিক্ষা
উদ্দেশ্য : স্বাস্থ্যশিক্ষা, যতœ এবং জনস্বাস্থ্য সেবাসহ বিশেষ যতœ প্রদান।
কৌশলগত উদ্দেশ্য:
৩.১ : প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা।
৩.২ : জীবনমুখী প্রজনন, স্বাস্থ্যশিক্ষা এবং প্রাকৃতিক পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করা।
৩.৩ : পানি, স্বাস্থ্যব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি বিষয়ে মানস্মত এবং ন্যায্য প্রবেশাধিকার
৩,৪ : যৌনতার মাধ্যমে সংক্রমন, এইচআইভি এইডস, যক্ষা কুষ্ঠ ও অন্যান্য সংক্রামক ব্যাধি প্রতিরোধের জন্য জনগণের সক্ষমতা বৃদ্ধিকরণ।
৩.৫ : মাদকাশক্তি নিরাময় ও যৌন নির্যাতন প্রতিরোধ, চিকিংসা এবং চিকিৎসা পরবর্তী সেবা জোড়দার করা।

লক্ষ ৪ : দূর্যোগ ব্যবস্থাপনা
দুর্যোগে জরুরী সাড়াদান কার্যক্রম শক্তিশালী করণ এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠন করা।
কৌশলগত উদ্দেশ্য:
৪.১ : দুর্যোগে জরুরী সাড়াদান কার্যক্রম শক্তিশালী করা।
৪.২ : দুর্যোগ সহনশীল সমাজ গঠনে জনগণের সক্ষমতা বৃদ্ধি করা।
৪.৩ : জরুরী সাড়াদান ও উন্নয়ন কাজের পরিকল্পনা, নীতিমালা ও কৌশলের মধ্যে দুর্যোগের ঝুঁকি হ্রাসকে অন্তভুক্ত করা।

লক্ষ ৫ : প্রতিবেশগত সংরক্ষণ এবং উন্নয়ন
প্রতিবেশগত স্থায়িত্বশীলতা জোরদারকরণ।
কৌশলগত উদ্দেশ্য:
৫.১ প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ জোড়দার করা।
৫.২ : জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা।
৫.৩: খাদ্য নিরাপত্তা ও স্থায়িত্বশীল জীবিকার উন্নয়ন।

লক্ষ ৬ : আদিবাসী জাতিসমূহের উন্নয়ন
আদিবাসী জনগোষ্ঠির জীবনযাত্রার মান উন্নয়ন।
কৌশলগত উদ্দেশ্য:
৬.১ : আদিবাসী জনগোষ্টির জীবনযাত্রার মান ও মর্যাদা উন্নয়ন।
৬.২ : আদিবাসী জনগোষ্টির ঐতিহ্যবাহী সামাজিক এবং জন- নেতৃত্বে পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান সমূহ শক্তিশালীকরণ।
৬.৩ :ভূমি সংরক্ষণ ও উন্নয়নে আদিবাসী জনগোষ্টির সক্ষমতা ও উন্নয়ন জোরদার/বৃদ্ধি করা।

সম্পর্কযুক্ত বিষয়সমূহ এবং উন্নয়নে অংশীদারগণ
o সুশাসন
o জলবায়ু ন্যায্যতা
o উন্নয়নে নৈতিকতা ও আধ্যাত্মিকতা
o একীভূত উন্নয়ন
o শিশু সংরক্ষণ
o দূর্যোগ ঝুঁকি হ্রাস

উন্নয়নে অংশীদারিত্ব
গ্রাম ও শহরাঞ্চলের অতি দরিদ্র জনগোষ্ঠি
প্রান্তিক/আদিবাসী/দু:স্থ জনগণ
শিশু
কিশোর-কিশোরী ও যুবক-যুবমহিলা
নারী
প্রতিবন্ধী মানুষ
প্রবীণ
বাংলাদেশ সরকার
দেশ ও বিদেশের দাতাগোষ্ঠী
সমমনা সংগঠনহসমূহ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফোরাম ও নেটওয়ার্ক
গণমাধ্যম

 

বর্তমানে চলমান প্রকল্পগুলো অব্যাহত রাখা। এলাকার জনগণের প্রকৃত চাহিদা যাচাই করে বান্তবভিত্তিক আরো প্রকল্প হাতে নেয়া যাতে দারিদ্র বিমোচন হয়; নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়; দক্ষ, শিক্ষিত ও স্বনির্ভর সমাজ গড়ে ওঠে।